ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২২
০৩:১৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২২
০৩:১৮ পূর্বাহ্ন
জুলহাস খান।
যুক্তরাষ্ট্রে তারাবির নামাজ আদায় করতে গিয়ে মসজিদেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জুলহাস খান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা এবং সাংবাদিক জুয়েল খানের বড় ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।
জুলহাস খানের স্বজনরা জানান, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের একটি মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান জুলহাস খান। নামাজ চলাকালে অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দুই সন্তানের জনক।
জুলহাস কবিতা লিখতেন। এছাড়া সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাঁর জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ এশা ডেট্রয়েটের মসজিদুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং আগামী বুধবার সকালে হোয়াইট চ্যাপেল মেমোরিয়াল পার্ক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের শোক : জুলহাস খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ । এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জুলহাস খানের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএসি-০১/এএফ-০২