গোলাপগঞ্জে এলিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৩৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২০, ২০২২
০৩:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২২
০৩:৪৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে এলিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৩৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ৩৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ৩৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর সাফি চৌধুরী এলিমের ব্যক্তিগত উদ্যোগে ফুলবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ৩৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মনজুর সাফি চৌধুরী এলিম ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জুনেদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি মশাইদ আলী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অরুন কুমার দে, ফুলবাড়ি ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দিন গিয়াস, দক্ষিণ মাইজভাগ আদর্শ যুব সংঘের সভাপতি জুনেদ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর আলী ।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

এমএম-০১/এএফ-০৩