সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
সিলেটের কান্দিগাঁও ও টুকেরবাজার ইউনিয়নে রিক্সা, ভ্যান, ওভারলক মেশিন ও ক্ষুদ্র ব্যবসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া সমন্বিত লাইভলীহুড টেকনিক্যাল প্রোগ্রামের আওতায় ৭৫ জন হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক । তিনি বলেন, সরকার দেশ থেকে দারিদ্র বিমোচনে কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও কাজ করছে। ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ ঠিক সেরকমই। রিক্সা, ভ্যান, ওভারলক মেশিন ও ক্ষুদ্র ব্যবসা সামগ্রী হত-দরিদ্র পরিবারের জীবন-মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিঁগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মনাফ, মো. রশিদ আহমদ, অধ্যক্ষ, সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ ও গ্রাম উন্নয়ন কমিটির চেয়ারম্যানবৃন্দ।
সিলেট এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মনোরঞ্চন বাড়ৈ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং ।
সমন্বিত লাইভলীহুড টেকনিক্যাল প্রোগ্রামে দুই বছর মেয়াদী আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রজেক্ট মডেলের আওতাধীন হত-দরিদ্র পরিবারের জীবন-মান উন্নয়ন ও তাদের আত্মবিশ্বাস জন্মানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ সম্পদ সমুহ (৩টি রিক্সা, ৩৩ টি ভ্যান, ১২ টি ওভারলক মেশিন, ৯ টি সেলাই মেশিন ও ১৮ জনকে ক্ষুদ্র ব্যবসা সামগ্রী ) হস্তান্তরের কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে উক্ত ৭৫ জন হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদেরকে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজিত হয়েছিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিলেট এরিয়া প্রোগ্রাম ও সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের হাটখোলা প্রোগ্রাম এরিয়া প্রোগ্রাম অফিসার জাবির আহমেদ নোমান, টুকেরবাজার প্রোগ্রাম এরিয়ার প্রোগ্রাম অফিসার তপতি রানী সরকার, জুনিয়র প্রোগ্রাম অফিসার আইটিমন সলোমর ও ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট মো. রুহুল আমিন সরকার।
উল্লেখ্য, সিলেট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রজেক্ট মডেলের আওতাধীন অত্র এলাকার দুইটি ইউনিয়ন যথাক্রমে টুকেরবাজার ও কান্দিগাঁও হতে উক্ত উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে এলাকার গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি) ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেছিল।