২৫ এপ্রিল থেকে দেশে আসতে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২২
০২:১৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২২
০২:১৭ অপরাহ্ন



২৫ এপ্রিল থেকে দেশে আসতে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বাংলাদেশে আসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে বাংলাদেশ আসতে হলে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।

বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বেবিচক। একই সঙ্গে উড়োজাহাজে যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধও শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বাংলাদেশে এত দিন বিদেশ থেকে দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম।

এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার তিন দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দেয়।

স্বাস্থ্য অধিদপ্তর গত ৭ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ সংক্রান্ত পদ্ধতি বাস্তবায়নের জন্য।

বি এন-০৪