নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২২
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২২
০৬:০৮ অপরাহ্ন
নগরের খাসদবীর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত রফিকুল গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের পীরেরগাঁও এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল স্টানার ছিলেন। ওসমানী শিশু উদ্যান ও ড্রিমল্যান্ড পার্কে ‘গেম অব ডেঞ্জারে তিনি মোটরসাইকেল চালাতেন।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফেরার পথে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে নগরের খাসদবীর পয়েন্টে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির সিলেট মিররকে বলেন, 'দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।'
এনএইচ-০১/এএফ-০১