নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২২
০৯:৩১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২২
০৯:৩১ অপরাহ্ন
সিলেট নগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নূরজাহান বেগম বেবী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান নগরের গোয়াইপাড়া আবাসিক এলাকার মৃত ফারুক মিয়ার স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নূরজাহান বেগম আম্বরখানা জামে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রæতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৮৭) তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. রোজিনা আক্তার (২৭) বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় আটক ট্রাক চালক সারজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’