সরকারি কর্মকর্তাদের বারবার বদলির কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২২
০৭:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২২
০৭:২৪ পূর্বাহ্ন



সরকারি কর্মকর্তাদের বারবার বদলির কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে
-সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের বারবার বদলির কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে ও রেললাইনকে ডুয়েল গেজে উন্নীতকরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

দ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু করা না হলে দুর্ঘটনা ও ব্যয় বাড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী। শনিবার বেলা একটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে নবাগত নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স। দুই হাজার মানুষের জন্য একজন চিকিৎসক। তাই চিকিৎসক ও নার্স আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপন করা হবে। সিলেট নগরের পূর্ব শাহি ঈদগাহের সংক্রামক ব্যাধি হাসপাতালের সামনে জায়গাও নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে দুষ্টচক্র। ভূমিখেকো চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিমাংশু লাল রায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।


এএফ/০২