গোলাপগঞ্জে গৃহহীন ৫০টি পরিবার পেল স্বপ্নের বাড়ি

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৬, ২০২২
০৯:৩৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২২
০৯:৩৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে গৃহহীন ৫০টি পরিবার পেল স্বপ্নের বাড়ি

সিলেটের গোলাপগঞ্জে স্বপ্নের ঠিকানা পেয়েছেন গৃহহীন আরও ৫০টি পরিবার ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে নির্মিত ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই গোলাপগঞ্জ উপজেলায় ৫০টি সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির দলিল, নামজারী কপিসহ ঘরের চাবি বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।

ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানের সাথে গোলাপগঞ্জ উপজেলা থেকে সংযুক্ত ছিলেন - উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোতা, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির, লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। 

উল্লেখ্য তৃতীয় ধাপে উপজেলার আমুড়া ইউনিয়নের ১৪টি, ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর ও মাইজভাগ গ্রামে ২২টি, লক্ষ্মীপাশার পালপাড়া গ্রামের ২টি,  ও বাদেপাশা ইউনিয়নের বাগলায় ১২টি ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল পরিবারের মধ্যে দুই শতাংশ জমি উপর  নির্মিত ঘর হস্তান্তর করা হয়। 

এফ এম/বি এন-১৩