গোলাপগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২২
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২২
০৮:২৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলীতে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আবু সুফিয়ান নামের আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

২ মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৭ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তছন আলীর ছেলে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা মাঠে ফুটবল খেলায় সংর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছিলেন। গুরুতর আহত আবু সুফিয়ান ঢাকায় চিকিৎসাধীন ছিলে। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, এ ঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে গত ২০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ১৫) দায়ের করেন। এসআই ফয়জুল করিম জানান, এই মামলায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এফ এম/বি এন-১৩