খেলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২২
১২:১৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২২
১২:১৮ অপরাহ্ন
প্রথমবারের মত নারী পরিচালক নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন অবকাঠামো প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি লুইসা রোসা।
এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৬ সালের রিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটিতে কাজ করেছেন রোসা। এ বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্থাপত্য প্রকল্পের সাথে তিনি জড়িত ছিলেন। ৩৩ বছর বয়সী রোসা ২০১৪ বিশ্বকাপে ১৫টি উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদর দপ্ত গ্রানা কোমারির সংষ্কার কাজও দেখাশুনা করছেন রোসা।
নতুন নিয়োগে রোসার কাছ থেকে আরো ভাল কিছু পাবার ব্যপারে আশাবাদী সিবিএফ সভাপাতি এডনালডো রডরিগুয়েজ।
এএন/০২