সংসদ প্লাজায় মুহিতের জানাজা স্থগিত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২২
০৫:০৮ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২২
০৮:২৬ অপরাহ্ন



সংসদ প্লাজায় মুহিতের জানাজা স্থগিত

অনিবার্য কারণে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজা স্থগিত করা হয়েছে। তবে রাজধানীর গুলশান আজাদ মসজিদ ও কেন্দ্রীয় শহীদ মিনারের জানাজা যথারীতি হবে।

গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা শেষে বেলা দুইটায় তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেয়া হবে তার জন্মস্থান সিলেটে।

আবদুল মুহিত এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আবু আহমদ আবদুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মুহিত। স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত একজন ডিজাইনার। তিন সন্তানের মধ্যে কন্যা সামিনা মুহিত ব্যাংকার ও আর্থিক খাতের বিশেষজ্ঞ। বড় ছেলে সাহেদ মুহিত বাস্তুকলাবিদ এবং ছোট ছেলে সামির মুহিত শিক্ষক।

বি এন-০৪