সিলেটে মুহিতের জানাজা আলিয়া মাদ্রাসা মাঠে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ৩০, ২০২২
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২২
০৫:২৯ অপরাহ্ন



সিলেটে মুহিতের জানাজা আলিয়া মাদ্রাসা মাঠে

সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আজ শনিবার সড়ক পথে সিলেট আনা হবে। তবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন ও জানাজা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। 

এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

তিনি জানান, সিলেটে আগামীকাল রবিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২ টায় সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। বেলা ২ টায় নগরের চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাঁরা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

বহুমাত্রিক গুণের অধিকারী সাবেক অর্থমন্ত্রী, লেখক আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 


এনএইচ-০১/এএফ-০২