নিজস্ব প্রতিবেদক
মে ০১, ২০২২
০৪:৩১ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২২
১১:৫৭ অপরাহ্ন
শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী, সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছে। আজ রবিবার (১ মে) বেলা ১২ টা ১ মিনিট মিনিটে তার লাশ শহীদ মিনারে এসে পৌঁছে।
এখানে সিলেটের সর্বস্থরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা ১২ টায় শহীদ মিনারে লাশ আসার কথা থাকলেও সকাল ১০ টা থেকেই শহীদ মিনারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সাধারণ মানুষ এসে উপস্থিত হন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য এ কে আবদুল মোমেন, বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক মো. মজিবর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।
এরপরই শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন চলে বেলা ১ টা ১০ মিমিট পর্যন্ত। এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,হাবিবুর রহমান হাবিব, বিভাগীয় কমিশনার কমিশনার, সিলেটের পুলিশ সুপার, সিলেটের জেলা প্রশাসন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়, সিলেট সিটি করপোরেশনের মেয়র, জেলা আওয়ামী ও মহানগর আওয়ামী, জেলা পরিষদ সিলেট, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, সিলেট প্রেসক্লাব, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সিলেট, এমসি কলেজ, জেলা প্রেসক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইমজা, ডায়বেটিক সমিতি, পাইলট উচ্চ বিদ্যালয় অ্যাসোসিয়েশন, ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে সময় শেষ হলেও মানুষের ঢল বাড়তে শুরু করে। ফুলে ফুলে ভরে উঠে শ্রদ্ধা নিবেদন মঞ্চ। এ সময় শহীদ মিনার জুড়েই শোকের আবহ তৈরি হয়। কারোর চোখে ছিল পানি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। শ্রদ্ধা নিবেদন পরিচালনা করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এনএইচ-০১/ এএফ-০১