সিলেটে যৌথ উদ্যোগে মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২২
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২২
০৮:১৩ অপরাহ্ন



সিলেটে যৌথ উদ্যোগে মে দিবস পালন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (১ মে) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকা মিছিল শুরু হয়।

মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা নদীর পাড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন, সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, উদীচী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরাম, সিপিবি সিলেট বিভাগের সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন, জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের আয়োজনে গণসঙ্গীত ও নাটক প্রদর্শিত হয়।  

এ সময় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার এবং বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ পরিচালনার কথা থাকলেও লুটেরা পুঁজিপতি বারবার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রীয় কল-কারখানাকে বন্ধ করে শ্রমিকদের জীবনে চরম সংকট সৃষ্টি করেছে। নব্য ধনিক গোষ্ঠীকে আরো ধনী করে শোষণবৈষম্য বৃদ্ধি করছে। এমতাবস্থায় মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়্র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকশ্রেণির অধিকার আদায় করতে হবে। শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করতে হবে।’

এনএইচ