মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২২
০৮:২২ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২২
০৮:২২ অপরাহ্ন



মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত

সিলেটের রায়নগরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আজ রবিবার (১ মে) বেলা সোয়া ৩টার দিকে নগরের রায়নগরের ডেপুটি বাড়ি বা সাহেব বাড়ি হিসেবে পরিচিত পৈত্রিক বাড়ি সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রোববার দুপুর ২টায় নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় লাখো মানুষের ঢল নামে। নামাজে জানাযা পড়ান মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি।

আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ মিনারে মুহিতের মরদেহে শ্রদ্ধা জানান একে একে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।


এনএইচ-০২/এএফ-০৩