নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২২
০২:২৪ অপরাহ্ন
আপডেট : মে ০২, ২০২২
০২:২৪ অপরাহ্ন
সিলেট নগরের লালদীঘির পাড় হকার্স মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের দীর্ঘ আড়াই ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার (২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে হাপ ছেড়ে বাঁচেন সংশ্লিষ্টরা।
তবে তার আগেই আগুনে মার্কেটের ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু, মার্কেটের গলি সরু থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের ১ হাজার ৩৫টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।
এএফ/০২