হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


মে ০২, ২০২২
০৯:১৩ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২২
০৯:২৩ অপরাহ্ন



হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী
# সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস # ফায়ার সার্ভিসের প্রশংসা

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দিতে নগরের লালদীঘি হাকার্স মার্কেট পরিদশর্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

আজ সোমবার (২ মে) বেলা একটার দিকে তিনি নগরের বন্দর বাজার সংলগ্ন লালদিঘী হকার্স মার্কেট পরিদর্শনে যান। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্লকগুলো তিনি ঘুরে দেখে এসব কথা বলেন। আধ ঘন্টার বেশি সময় তিনি সেখানে অবস্থান করেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সাংবাদিক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। 

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবকুটু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।’ এসময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে দিলে তিনি তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠালে সেখান থেকে সহায়তা প্রদান করা হবে।’ এর আগেই তাৎক্ষণিকভাবে সহায়তার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘হকার্স মার্কেটের রাস্তা খুবই সরু। এক সঙ্গে তিন জন ঢুকতে পারে না। এভাবে দোকানপাঠ বানালে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই আমি সিসিক মেয়রকে বলব আগামীতে দোকানপাঠ নির্মাণে অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিসের গাড়ি চলার মতো রাস্তা রেখে দোকান নির্মাণের।’

সকালেই দুর্যোগ মন্ত্রী ড. এনামুল হকের সঙ্গে কথা বলেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি বলেছেন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে। সিলেট জেলা প্রশাসক তা করবেন। পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠালে সরকারের পক্ষ থেকে সহায়তা আসবে।’


এএফ/০২