আগামিকাল থেকে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৩৮ টাকা

সিলেট মিরর ডেস্ক


মে ০৬, ২০২২
০৪:৫২ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২২
০২:৩৩ পূর্বাহ্ন



আগামিকাল থেকে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৩৮ টাকা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে ফের বাড়ছে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম। বাণিজ্যসচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে লিটারে দাম বাড়ছে ৩৮ টাকা। 

বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্যের ঊর্ধ্বমুখী। সেই বিবেচনায় বাংলাদেশে তেলের মূল্য সমন্বয় করা হলো। এখন থেকে খোলা সয়াবিন তেল এক লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১৯৮ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে ৯৮৫ টাকায়। খোলা পাম সুপার প্রতি লিটার বিক্রি হবে ১৭২ টাকায়।

বি এন-০৮