নিজস্ব প্রতিবেদক
মে ০৭, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত ৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘হামলা ও নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।’
গতকাল বৃহস্পতিবার জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কাউন্টারে কথা কাটাকাটির জেরে ছয় পর্যটকের উপর হামলা চালায় কাউন্টারে দায়িত্বে থাকা ‘স্বেচ্ছাসেবক’রা। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। এদিকে ঘটনার পরই জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এএফ/০১