কোম্পানীগঞ্জে ৮০০ টাকার জন্য খুন, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ০৮, ২০২২
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২২
০৯:২৬ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ৮০০ টাকার জন্য খুন, গ্রেপ্তার ১

অভিযুক্ত ফয়জুল বারী গ্রেপ্তার।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৮০০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে হাফিজ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ গ্রামের আছদ্দর আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ফয়জুল বারীকে (৩২) গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের মিরাস আলীর ছেলে। দুজনের পাশাপাশি বাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফিজ ও ফয়জুল বারী দুজনেরই উপজেলার ভোলাগঞ্জ বাজারে হাঁস-মুরগির পৃথক ব্যবসা রয়েছে। কিছুদিন আগে জনৈক ব্যক্তির কাছে ৮০০ টাকা বাকিতে দুটি মুরগি বিক্রি করেন ফয়জুল।  তখন জামিন হন হাফিজ। ওই ব্যক্তি টাকা ফেরত না দেওয়ায় গতকাল শনিবার রাত ১০টার দিকে হাফিজের বাড়ি টাকা চাইতে যান ফয়জুল। এসময় তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুরকে গাছের টুকরা দিয়ে আঘাত করেন ফয়জুল। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। আমরা অভিযুক্ত ফয়জুলকে গ্রেপ্তার করেছি।’ ময়নাতদন্ত শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


কেএ-০১/এএফ-০৪