সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২২
০৩:৩৭ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২২
০৩:৩৭ অপরাহ্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন করেছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি।
এ উপলক্ষে কবিগুরুর জীবন পর্যালোচনা, আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীতের এক বর্ণিল অনুষ্ঠান ‘তুমি রবে নিরবে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক বিপ্লব দেব ও সাংগঠনিক সম্পাদক দেবজ্যোতি ঘোষ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগীয় প্রধান এবং সিএসই সোসাইটির সভাপতি মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক সুহেল আহমেদ, সিনিয়র প্রভাষক আখলাক উজ্জামান আশিকসহ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অন্যান্যদের মধ্যে সিএসই সোসাইটির বর্তমান কমিটির সহ-সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ ও বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরসি-০১