কাজিটুলায় ব্যবসায়ীর বাসা থেকে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২২
০৪:২৫ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২২
১০:০৬ অপরাহ্ন



কাজিটুলায় ব্যবসায়ীর বাসা থেকে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
ভোক্তা অধিকারের অভিযান

সিলেট নগরের কাজিটুলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সয়াবিন তেল মজুদ রাখার খবরে বুধবার (১১ মে) বেলা ২টার দিকে নগরের কাজিটুলা এলাকার হিলভিউ কনভেনশন হলের পাশে বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৭৫৫ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। 

পরে জব্দকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

জানা গেছে, মঙ্গলবার কালিঘাট এলাকায় ভোক্তা অধিকারের অভিযান চলাকালে কামাল বাদ্রার্স তালাবদ্ধ ছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার কাজিটুলার দুটি বাসায় অভিযান চালানো হলে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমান তেল ধরা পড়ে। 

র‌্যাব জানায়, বাসায় সয়াবিন তেল মজুদ করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসা প্রতিষ্ঠান কামাল বাদ্রার্স-এর মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুদ করে রাখেন।

এর আগে ভোজ্য তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অধিক মুনাফা লোভী ব্যবসায়ীরা সিলেটের বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করছিলেন। পুরনো দামে কেনা সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করে নতুন দামে বিক্রিও করেছেন অনেকে। 

তবে ব্যবসায়ীদের এমন অপতৎপরতা ঠেকাতে ভোক্তা অধিকার ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের ধারাবাহিকতায় এবার তেল নিয়ে এ তেলেসমাতি কান্ডটি সামনে এলো।

আরএম-০৭