বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুস শুকুর

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২২
০৫:২১ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন



বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. আব্দুস শুকুর।

শুক্রবার (১৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৌরসভার মেয়র হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ছয়জন প্রার্থী। আব্দুস শুকুর, আব্দুল হাসিব মনিয়া, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, পাভেল মাহমুদ ও ময়নুল হোসেন।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

আরএম-০৪