@Framework : Laravel 6 (IT Factory Admin) @Developer : Faysal Younus
সিলেট মিরর ডেস্ক
মে ১৪, ২০২২
০৭:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২২
০৭:৩৮ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে আরও প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর ও বিকেলে এসব অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
বিকেলে নগরের কাজীরবাজার এলাকায় অভিযান চালিয়ে ফটিক স্টোর নামক একটি প্রতিষ্ঠানের গোদাম থেকে ১২০০ লিটার তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, জব্দকৃত তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এছাড়া ফটিক স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে দুৃপুরে সিলেট নগরের দাড়িয়া পাড়ার একটি গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। দাড়িয়া পাড়া এলাকার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।
জনপ্রিয় স্টোরির সত্ত্বাধিকারী সুজন রায় রুপচাদা সয়াবিন তেলের ডিলার।
প্রসঙ্গত, ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখারও অভিযোগ রয়েছে।
আরএম-০৯