আখালিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক


মে ১৬, ২০২২
০৫:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২২
০৫:০৯ পূর্বাহ্ন



আখালিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

সিলেট নগরের আখালিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  রবিবার (১৫ মে) রাত পৌনে ১১টার দিকে আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ফয়জুর রহমান (২৪)। তিনি জালালাবাদ থানার সাদিপুর সুনাতলার মৃত কুতুব উদ্দিনের ছেলে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ফয়জুরকে চাপা দেওয়া ট্রাক ভাঙচুর করে। এ সময় তারা সড়ক অবরোধও করেন। এতে করে বন্ধ হয়ে যায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল। রবিবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। 

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন সিলেট মিররকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ওই ট্রাক ভাঙচুর করেন। এছাড়া তারা সড়ক অবরোধ করেন। আমরা সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়েছি। কিচ্ছুক্ষণের মধ্যেই যানচলাচল চালু হবে।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।'

তবে আটক চালকের নাম তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।


এনএইচ-০১/এএফ-০১