ঝড়ে নৌকাডুবি, ২০ ঘণ্টা পর মিলল একজনের লাশ

সিলেট মিরর ডেস্ক


মে ১৭, ২০২২
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২২
১২:৫৮ পূর্বাহ্ন



ঝড়ে নৌকাডুবি, ২০ ঘণ্টা পর মিলল একজনের লাশ

সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড় ও পানির প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।

সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলে ভাসতে থাকা আছকন্দর আলির লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত আসকন্দর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলির ছেলে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।

এর আগে গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান। 

আরএম-১১