জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে ২ জনের মৃত্যু

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


মে ১৭, ২০২২
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২২
০১:২৮ পূর্বাহ্ন



জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে ৷ 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টায় দরবস্ত ইউনিয়নের দরবস্ত ভাবনা গ্রামের আজিজুর রহমানের ছেলে মতিউর রহমান পাখি (৪৫) ব্যাটারী চালিত টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ অপরদিকে রাত সাড়ে ১০টায় একই ইউনিয়নের দোহাল খলাগ্রামের মুজিবুর রহমানের ছেলে তাহির আহমদ (৫৫) রাতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয় ৷

দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল এলাকাবাসীরা দুজনের মরদেহ উদ্ধার করেন এবং দুটি দুর্ঘটনার বিষয় পুলিশে অবহিত করেন ৷ এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ৷ 

অপরদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷ ময়নাতদন্ত ছাড়া জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ দাফনের অনুরোধ জানান পুলিশকে ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ দুটি দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহিল প্রস্তুত করে ৷ এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি স্বাপেক্ষে লাশ উভয় পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে ৷ 

এমআরকেএস-০১/ এএফ-০৫