ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মে ১৭, ২০২২
০৪:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২২
০৪:৪৮ পূর্বাহ্ন
ছবি- প্রতীকি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজারে অতিরিক্ত দামে সয়াবিন তেল ও ভেজাল খাদ্য বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তিনটি প্রতিষ্ঠানকে পৃথক পৃথকভাবে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের আনার কলি ও শিপ এন্ড গণেশ ভান্ডার নামে দুটি প্রতিষ্টান কে ১২ হাজার টাকা ও ভেজাল খাদ্য বিক্রির অপরাধে খোকন ষ্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম।
এসএসি-০১/এএফ-০১