ঝড়ে নৌকাডুবি, ৪২ ঘণ্টা পর মিলল নিখোঁজ দ্বিতীয়জনের লাশ

সিলেট মিরর ডেস্ক


মে ১৭, ২০২২
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২২
০৮:৪১ অপরাহ্ন



ঝড়ে নৌকাডুবি, ৪২ ঘণ্টা পর মিলল নিখোঁজ দ্বিতীয়জনের লাশ

সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড় ও পানির প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা দ্বিতীয় ব্যক্তি রজাখ আলীর লাশ উদ্ধার  করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩টার দিকে জালালাবাদ থানার লালপুর গ্রাম থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে রজাখ আলির লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত রজাখ রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান। 

এর আগে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। পরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হওয়া আছকন্দর আলির লাশ উদ্ধার করা হয়।

আরএম-০১