সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২২
০৮:৪১ অপরাহ্ন
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন রগুরচক এলাকা থেকে গতকাল তোলা ছবি।
ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে সিলেটের সবকটি উপজেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। সুরমা উপচে নগরে ঢুকেছে পানি। সিলেটের বিভিন্ন উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে।
এদিকে, বন্যাদুর্গত পরিবারগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য পুুরো সিলেট জেলায় ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যার্তদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দেড়’শ টন চাল। আজ বুধবার (১৮ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম।
আকস্মিকভাবে দেখা দেওয়া বন্যায় নগরের বিভিন্ন জায়গায় বাসা-বাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। অফিস, দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে অনেককে নৌকা ব্যবহার করতেও দেখা গেছে।
![]()
পানি উন্নয়ন বোর্ড বলছে, ২০০৪ সালের পর নদীর পানি কখনও এতোটা বাড়েনি। ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় বন্যার সৃষ্টি হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, ২৩ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সায়িদ চৌধুরী জানিয়েছেন, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিও কমছে না। তাই পাহাড়ি ঢল নামছে এবং আমাদের দেশেও পানি বাড়ছে।
আরএম-০৩