খেলা ডেস্ক
মে ১৯, ২০২২
০৫:২৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২২
০৫:২৮ পূর্বাহ্ন
হাতের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুধু এই টেস্টেই নয়, ঢাকা টেস্টেও তাঁকে পাবে না বাংলাদেশ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফুলের বদলে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল ডান হাতে ব্যথা পান। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।
শরিফুল রিটায়ার্ড হার্ট হলে ৪৬৫ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১ বলে ৩ রান করেছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২০ ওভারে তিন মেইডেনসহ ৫৫ রান খরচ করেন শরিফুল। তবে ছিলেন উইকেট-শূন্য।
আরএম-০৫