খেলা ডেস্ক
মে ২০, ২০২২
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২২
১২:৫৬ পূর্বাহ্ন
আগামী ২৩ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাই খেলে সরাসরি জাকার্তায় চলে যায় বাংলাদেশ হকি দল। সেখান স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ।
খোরশেদুর রহমান ও রকিবুল ইসলাম একটি করে গোল করেন। আগামী পরশু ভারতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ মে টুর্নামেন্ট শুরুর দিন বাংলাদেশ মুখোমুখি হবে কোরিয়ার। পরের দিন ওমানের। গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে। দুই গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়া দুই দল পঞ্চম-সপ্তম স্থানের জন্য লড়বে। দুই গ্রুপের দুই শীর্ষ দল নিজেদের মধ্যে খেলে শিরোপার জন্য লড়বে।
এর আগে এশিয়ান গেমস বাছাইয়ে ওমানের কাছে হেরে রানার্স-আপ হয় বাংলাদেশ।
এএন/০৬