মাখফিরা খান ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ ও ঔষধ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২০, ২০২২
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২২
০৩:১৩ পূর্বাহ্ন



মাখফিরা খান ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ ও ঔষধ বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও জরুরি ঔষধ বিতরণ শুরু করেছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন। গত মঙ্গলবার থেকে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ১৭৫ জন বন্যার্তের মাঝে রান্না করা খাবার ও জরুরি ঔষধ বিতরণ করা হবে। যতদিন বন্যার্তরা এ আশ্রয় কেন্দ্রে থাকবেন ততদিন তাদের মধ্যে এ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।