সাংবাদিক মঈন উদ্দিন মনজু’র উপর হামলায় ইমজার নিন্দা

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২২
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২২
০২:৫৩ পূর্বাহ্ন



সাংবাদিক মঈন উদ্দিন মনজু’র উপর হামলায় ইমজার নিন্দা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সময় চ্যানেল এস ইউকে সিলেট অফিসের প্রধান প্রতিবেদক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজুর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইমজা। 

এ ঘটনার পর সোমবার রাতে জরুরি বৈঠকে বসেন সংগঠনের সদস্যরা। সিনিয়র সহ সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এহেন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।

ইমজা নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে একটি চক্র ত্রাস সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তারা আবারো সেটি প্রমাণ করেছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সভা শেষে ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে ইমজা সভাপতির ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের মধ্যে লালন করা সন্ত্রাসীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।


এএফ/০২