সিনিয়র সিটিজেনস হেলথ কেয়ার রিসোর্ট ‘অবসর’ নিয়ে মতবিনিময়

সিলেট মিরর ডেস্ক


মে ২৯, ২০২২
০৫:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২২
১০:৫২ অপরাহ্ন



সিনিয়র সিটিজেনস হেলথ কেয়ার রিসোর্ট ‘অবসর’ নিয়ে মতবিনিময়

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশের প্রথম সিনিয়র সিটিজেনস হেলথ কেয়ার রিসোর্ট ‘অবসর’ সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিলেট ক্লাবে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এ সময় প্রকল্পের ভূমিকা, প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল রশিদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমেদ, রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও মালা খন্দকার প্রমুখ।

পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাত হাসিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রকল্পের চিফ আর্কিটেক্ট, অনিল শর্মা।

এই অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এ বি এম হানিফুজ্জামান এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ অনিক কুমার সরকার।


এএফ/০১