নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২২
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২২
০১:২৪ পূর্বাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তৃতীয় দফায় তিনি ভাইরাসটির সংক্রমণের শিকার হলেন।
মন্ত্রীর করোনাক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান।
রাশেদুজ্জামান জানান, শনিবার রাতে পরীক্ষার ফল আসে। করোনা পজিটিভ হওয়ায় মন্ত্রী ইমরান আহমদ বর্তমানে বাসায় অবস্থান করছেন। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে, সিলেটসহ দেশবাসীর কাছে ইমরান আহমদ দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব।
জানা গেছে, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ২০২০ সালে প্রথমবারের মতো করোনাক্রান্ত হন। সে সময় তাঁর স্ত্রীও আক্রান্ত হয়েছিলেন। এরপর ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ভাইরাস পজিটিভ ধরা পড়ে তার শরীরে।