২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন



২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

আইসিসির বোর্ড সভায় ২০২৪-২০২৭ সময়কালে চারটি নারী ইভেন্টের আয়োজক দেশ চূড়ান্ত হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ, ২০২৬ সালে ইংল্যান্ড, ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত ও ২০২৭ সালে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে শ্রীলঙ্কা। তবে ২০২৭ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বাছাইপর্ব উৎরে মূল পর্ব নিশ্চিত করতে হবে।

সভাশেষে এক বিবৃতিতে আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে বলেন, ‘আমরা নারীদের সাদা বলের ইভেন্টের জন্য বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে আয়োজক করতে পেরে আনন্দিত। নারীদের খেলাধুলাকে উৎসাহিত করা আইসিসির কৌশলগত অগ্রাধিকার।’

আরেকটি বিশ্বকাপের আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘২০২৪ নারী বিশ্বকাপের আয়োজক দেশ হতে পারা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ খবর। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আমি ধন্যবাদ দিতে চাই। আআমদের এমন সময় ইভেন্টটি উপহার দেয়া হচ্ছে যখন নারী ক্রিকেটের বিকাশ ও প্রসার ঘটছে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ এটি বাংলাদেশে নারী ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দেবে। ছোট ছোট মেয়েদের ও নারী ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। আমাদের নারী ক্রিকেট ধীরে ধীরে উন্নতি করছে। আর এই ইভেন্টটি বড় দলের সঙ্গে আমরা লড়তে পারি সেটা দেখানোর দারুণ এক মঞ্চ।

‘বড় বড় আইসিসি ইভেন্ট আয়োজন করার সুনাম আছে বাংলাদেশের। আমি আশা করছি ২০২৪ সালেও আমরা ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারব।’

একইসঙ্গে আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের সময়ও নিশ্চিত হয়েছে এই সভায়। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে পরবর্তী আইসিসি চেয়ারম্যান নির্বাচন।


এএফ/০১