গ্যাসের প্রি-পেইড মিটারের ভাড়া বাড়ল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৭, ২০২২
১০:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
১০:৫৭ পূর্বাহ্ন



গ্যাসের প্রি-পেইড মিটারের ভাড়া বাড়ল

গ্যাসের প্রি-পেইড মিটার ভাড়া (চার্জ) ৪০ টাকা বাড়িয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। চলতি জুলাই মাস থেকেই বাড়তি এই চার্জ যুক্ত হবে।

গত মাসে গ্যাসের দাম বাড়ানোর পর এবার মিটার ভাড়া বাড়ানোর ঘোষণা এলো। তিতাসের দায়িত্বশীল একজন কর্মকর্তা মিটার চার্জ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

তিতাস সূত্রে জানা যায়, আগে কম্পানিটির মিটার ভাড়া ছিল ৬০ টাকা। প্রতি মাসে গ্যাসের বিলের সঙ্গে ৬০ টাকা কেটে নেওয়া হতো। কোনো নোটিশ বা ঘোষণা ছাড়াই চলতি মাস থেকে মিটার ভাড়া ৪০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসাবাড়িতে গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন শুরু হয় ২০১৭ সালে। যদিও পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল ২০১১ সালে। শুরুতে সরকারের গ্যাস বিতরণ কম্পানিগুলোর বেশ আগ্রহ ছিল মিটার স্থাপনে; কিন্তু আস্তে আস্তে মিটার স্থাপনে দীর্ঘসূত্রতা শুরু হয়। এখন আবেদন করেও মিটার পায় না গ্রাহক। যদিও প্রি-পেইড মিটারে গ্যাসের অপচয় রোধ, গ্রাহকের খরচ কমে যাওয়াসহ বিভিন্ন সুবিধা প্রায় প্রতিষ্ঠিত। এরই অংশ হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জাইকা) সহায়তায় প্রি-পেইড মিটার বসানো শুরু করে তিতাস গ্যাস। তিতাসের মোট ২৮ লাখ ৭৪ হাজার ৮৪৮ জন গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২৮ লাখ ৫৬ হাজার ২৪৭ জন। তার মধ্যে এখন পর্যন্ত তিন লাখ ২৮ হাজার গ্রাহককে প্রি-পেইড মিটারের সুবিধা দিতে পেরেছে সংস্থাটি।

আরএম-০২