বঙ্গবন্ধুর সমাধিতে সম্পাদক ফোরামের শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২২
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২২
০৫:১৭ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর সমাধিতে সম্পাদক ফোরামের শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবসকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দেশের জাতীয় ও স্থানীয় দৈনিকের সম্পাদকদের সংগঠন ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ নেতৃবৃন্দ। 

আজ বুধবার (১০ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।


প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সকালে জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ। দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছালে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় সাংবাদিকরা তাদের অভ্যর্থনা জানান। পরে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ফোরাম-এর আহবায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ও দৈনিক আজকালের খবর-এর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশের খবর-এর সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ সাহাব উদ্দিন, দৈনিক ভোরের ডাক সম্পাদক কেএম বেলায়েত হোসেন। নির্বাহী পরিষদ সদস্য- দৈনিক সংবাদ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক মফিজুর রহমান খান বাবু, দৈনিক জনতা সম্পাদক মো. আহসানউল্লাহ, দৈনিক আমার বার্তা সম্পাদক জসীম উদ্দিন, ডেইলি সিটিজেন টাইম সম্পাদক নাজমুল হাসান তৌফিক, শেয়ার বিজ সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক গণমুক্তি সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, দৈনিক সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক মুখপত্র-এর সম্পাদক শেখ জামাল, দৈনিক অগ্রসর সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, দৈনিক বাণিজ্য প্রতিদিন সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশ, বাংলাদেশ কণ্ঠ  সম্পাদক ফারুক খান, একুশে সংবাদ সম্পাদক হেদায়েতউল্লাহ মানিক, দি ডেইলি কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, ময়মনসিংহের দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


এএফ/০১