খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন
নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী ফুটবলাররা। কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন কৃষ্ণা রানি সরকার, অন্য গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন অনিতা বাসনেত।
তবে এই হারের ধাক্কা সামলাতে না পেরে ব্যর্থতা মেনে নিয়ে পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। নেপাল প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের কাছে নেপাল ৩-১ গোলে হেরে যাওয়ার পর তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগ করার পর কুমার থাপা বলেন, “আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যারা ভালো ফলাফল দিতে ব্যর্থ হয়েছেন, তাদের সেই পদে অধিষ্ঠিত হওয়া অনুচিত হবে।”
স্বাগতিক নেপালকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ/ বাফুফে
থাপা জানান, অন্যদের এখন সুযোগ দেওয়া উচিত। তার জায়গায় একজন যোগ্য লোক আসা উচিত। দলে পদ আঁকড়ে পড়ে থাকা ভালো নয়।
তিনি আরও বলেন, “প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।”
আরএম-০৫