রাজনৈতিক সংকটে ব্রিটেন: কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২২
০৬:৪৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২২
০৭:৪৭ পূর্বাহ্ন



রাজনৈতিক সংকটে ব্রিটেন: কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী

ব্রিটেনে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। খবর এএফপি’র।

তিনি মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

এর মধ্য দিয়ে লিজ ট্রাস ব্র্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেলেন। এর প্রায় একশ বছর আগে ১৮২৭ সালে টোরি পার্টির জর্জ ক্যানিংয়ের ১১৯ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে।

এদিকে এক সপ্তাহের মধ্যে কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। 


কেন এত কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে?

লিজ ট্রাস ক্ষমতায় আসার মাত্র তিন সপ্তাহ পর মারাত্বক একটি ভুল করে বসেন। তিনি তার অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে দিয়ে ৪৫ বিলিয়ন ডলার কর ছাড় দেওয়ার একটি প্রস্তাব উত্থাপন করেন। যেটিকে তারা ‘মিনি বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু তাদের এ মিনি বাজেটের কারণে টালমাটাল হয়ে যায় যুক্তরাজ্যের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়। 

এ সিদ্ধান্তের কারণেই লিজ ট্রাসের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে পরে যায়। তার নিজ দলের সদস্যরা তার বিরুদ্ধে যান। বিভিন্ন নাটকীয়তা শেষে তাকে শেষমেষ বাধ্য হয়ে পদত্যাগ করতে হলো। 

অবস্থা বেগতিক দেখে গত সপ্তাহে কাওয়াসি কাওয়ারতেংকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করতে বাধ্য হন লিজ ট্রাস। এরপর নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব নেন জেরেমি হান্ট। তিনি দায়িত্ব নিয়ে ট্রাস-কাওয়াসির অর্থনৈতিক পরিকল্পনা বাতিল করে দেন। কিন্তু পরিকল্পনা বাতিল করলেও যে ক্ষতি লিজ ট্রাস করে ফেলেন সেটি আর কাটিয়ে ওঠতে পারেননি। 

লিজ ট্রাসের নিজ দলের বেশ কয়েকজন সদস্য প্রকাশ্যে তাকে পদত্যাগের আহ্বান জানান। এরপর বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান পদ্ত্যাগ করলে ট্রাসের পদত্যাগ ত্বরান্বিত হয়।

লিজ ট্রাস রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলের শেষ প্রধানমন্ত্রী ছিলেন। তাকে নিয়োগ দেওয়ার দুইদিন পরই এলিজাবেথ মারা যান। 

সদ্যই সাবেক প্রধানমন্ত্রী হওয়া লিজ ট্রাস বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অর্থনীতিবীদ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি শেল এবং ক্যাবল ওয়্যারসে চাকরি করেন। তিনি ২০০০ সালে হিসাবরক্ষক হিউগ ও’লেরিকে বিয়ে করেন। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। তার পরিবার বাস করেন নরফোকের থেটফোর্ডে।


কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?

গত সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনজন পদত্যাগ করেন। এরপর কনজারভেটিভ পার্টির সদস্যরা তাদের দলীয় নির্বাচনের মাধ্যমে ট্রাসকে দলীয় প্রধান বানান। এরপর নিয়ম অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু দেড় মাস না যেতেই তার প্রধানমন্ত্রিত্ব চলে গেল। 

প্রধানমন্ত্রী হওয়ার আগে লিজ ট্রাস যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 

প্রশ্ন হলো কে হবেন নতুন নেতা? এর মধ্যে সাবেক মন্ত্রী ক্রিস্পিন ব্লান্ট বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্টকে নেতা ও প্রধানমন্ত্রী করতে আহ্বান জানিয়েছেন। 

তাছাড়া ঋসি সুনাকের নামও শোনা যাচ্ছে। এমনকি বলা হচ্ছে বরিস জনসনকেও ফেরানো হতে পারে। তাছাড়া বুধবার পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী সুয়েলাও নেতৃত্ব পাওয়ার তালিকায় আছেন।


কতদিন পর নতুন প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য?

কনজারভেটিভ পার্টি যেহেতু এখন ক্ষমতায় আছে। ফলে কনজারভেটিভ পার্টির প্রধান নেতাই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। নতুন প্রধানমন্ত্রী পেতে ফলে এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগবে। 

কিভাবে কনজারভেটিভ পার্টির নেতা এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন?

কনজারভেটিভ পার্টির নীতি নির্ধারণী ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি বলেছেন, বর্তমান নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে যতক্ষণ পর্যন্ত একজন না থাকছেন, শেষ দুইজনের মধ্যে নির্বাচনের বিষয়টি সদস্যদের কাছে যাবে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েকদিন ধরে সংসদে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটি হলো প্রধান নেতা নির্বাচনে বেশিরভাগ এমপির সমর্থন পাওয়া প্রার্থীকে দাঁড় করানো হবে। যেন তিনিই এক ধাপে নেতা হয়ে যান। কিন্তু এমনটি হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ এখন অন্যরকম সময় চলছে।

সংসদে থাকা অনেক এমপিই মনে করছেন নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ করা ঠিক হবে না। দ্রুত সময়ের মধ্যে এটি শেষ করলেই ভালো হবে। 

এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম উচ্চারিত হচ্ছে ঋষি সুনাক, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজনের নাম। তবে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন সেটি আগামী সপ্তাহেই দেখা যাবে।



এসই/০২