যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২২
১০:০০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
১০:০৯ অপরাহ্ন



যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আগামীকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। খবর বিবিসির।

প্রথম ব্রিটিশ এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক। এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও হচ্ছেন তিনি।

টোরি নেতৃত্ব প্রতিযোগিতা থেকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মর্ডান্ট প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তাকে কনজারভেটিভ পার্টির নেতা ঘোষণা করা হয়। আর ক্ষমতাসীন দলের নেতাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন।

সংসদের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি জানান, ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী হবেন। পেনি মর্ডান্ট প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সুনাকই একমাত্র প্রার্থী হিসেবে থাকেন।

এর আগে গতকাল রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন।

গত বৃহস্পতিবার লিজ ট্রাস প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।


এসই/১১