তানজিদ হাসান তামিমের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২৪
০৪:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২৪
০৪:৩০ পূর্বাহ্ন



তানজিদ হাসান তামিমের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের


 ওপেনার তানজিদ হাসান তামিমের অভিষেক ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামে ম্যাচটা জিতেছে ই ৮ উইকেটে। বিশ্বকাপের আগে ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য বাংলাদেশে এর চেয়ে ভালো উইকেট আর হয় না।

বিশ্বকাপ সামনে রেখে যে প্রস্তুতি এবং কিছু জায়গা দেখে নেওয়ার কথা বলা হচ্ছে সেই দিক চিন্তা করে অন্তত জিম্বাবুয়ের বোলারদের সামনে চাইলেই তো এই পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটাররা দিতেই পারতেন। না দেওয়ার পেছনে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা ছাড়া আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সতেজ উইকেটে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ের ব্যাটাররাও কাজে লাগাতে পারেননি। ১২৪ রানের ভদ্রস্থ চেহারা পাওয়া স্কোরকার্ডটা আরো অনেক আগেই থেমে যেতে পারত। যদি না ৪১ রানে সাত উইকেট পড়ে যাওয়ার পর অষ্টম উইকেটে বুক চিতিয়ে না লড়তেন ক্লাইভ মাডান্ডে এবং ওয়েলিংটন মাসাকাদজা। দুজনের জুটি থেকে আসে ৭৫ রান।

মাডান্ডে ৩৯ বলে ৪৩ রান করেন। আর মাসাকাদজার ব্যাট থেকে আসে ৩৪ রান। দুই রানআউটের সঙ্গে জিম্বাবুয়ের বাকি আট উইকেটের ছয়টি ভাগাভাগি করেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন। বাকি দুই উইকেট নিয়েছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। তিন উইকেট নিয়ে দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা রাঙিয়েছেন সাইফউদ্দিন। চার ওভারে ১৫ রান দেন তিনি। জিম্বাবুয়ের ছোট লক্ষ্য তাড়ায় নেমেও হাবুডুবু খেয়েছে বাংলাদেশ। বে্লজিং মুজারাবানির এক ওভারে দুইবার জীবন পাওয়া অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য পরে নিজেকে গুছিয়ে নেন। কুড়ি-বিশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে করেন হার না মানা ফিফটিও। ৪৭ বলে ৮ চার ও দুই ছক্কায় ৬৭ রানে তিনি অপরাজিত থাকেন।  শেষের দিকে ১৮ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৩ রান করা তাওহীদ হৃদয়ও ২৮ বল বাকি থাকতে পাওয়া জয়ে রাখেন অবদান। 

তবে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন আরেক ওপেনার লিটন দাস। গতকাল মুজারাবানির বলে আউট হয়েছেন এক রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ডানা মেলতে পারেননি। ২১ রান করতে খেলেন ২৪ বল। আউট হন পেসার লুক জঙ্গির বলে। বাংলাদেশের ইনিংসে দুইবার বৃষ্টি হানা দিয়েছে। প্রথম ধাপে তিন ওভার পরে নামা বৃষ্টিতে ৩৪ মিনিটের মতো বন্ধ ছিল খেলা। দ্বিতীয় ধাপে ৭.২ ওভারে আবার বৃষ্টি নামে। 

এএন/০২