কাতার বিশ্বকাপের পর্দা উঠল

খেলা ডেস্ক


নভেম্বর ২০, ২০২২
১০:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২২
০২:১৩ পূর্বাহ্ন



কাতার বিশ্বকাপের পর্দা উঠল


প্রতীক্ষার পালা শেষ। কাতার বিশ্বকাপে ‘কিক অফ’ হতে বাকি আর মাত্র কয়েক মুহূর্ত। বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ৪০ মিনিটের আয়োজনে মাতিয়ে দিয়েছে আয়োজকরা।

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক ছিল। বিশ্বকাপের আগের দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যা নিয়ে কড়া সমালোচনা করেছেন পশ্চিমাদের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য দেওয়া হল ঐক্যের বার্তা, সাম্যের বার্তা।


ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এসেছে অনুষ্ঠানে। শুরুতেই ছিল নাচ, গান। কাতারের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার চেষ্টা ছিল। পারফর্ম করেছেন বিটিএস খ্যাত পপ তারকা জংকুক। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বলেছেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।

এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো তুলে ধরা হয় এদিন। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’; সবই শোনানো হয়।


এএফ/০৯