সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৮:৩৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৯:০৯ অপরাহ্ন
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরাইল। মধ্যপ্রচ্যের দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, ওই দূর্যোগের জন্য দ্রুত সাহায্য কর্মসূচি প্রস্তুত করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ভূমিকম্পের কম্পন ইসরায়েলের কিছু অংশ এবং ফিলিস্তিনি অঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত তিন শতাধিক নিহতের তথ্য জানিয়েছেন সিরিয়া ও তুরস্কের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। আর গভীরতা ছিল ১৭ দশমিক ৯ কিলোমিটার।
এতে সিরিয়া ও তুরস্কের বিভিন্ন শহরে শত শত ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে দুই দেশেই অভিযান চলছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটে বলেন, তুরস্কে দ্রুত বাড়ছে নিহতের সংখ্যা। এরইমধ্যে ২৮৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
আর সিরিয়ায় ২৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
সংবাদমাধ্যম আলজাজিরা সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২৩৭ জন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৬৩৯ জন।
সিরিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী আহমেদ ধমিরিয়েহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। এটি আরও বাড়তে পারে।
সিরিয়ার যে স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে সেটি সরকার ও বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকা।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় বিরোধীদের সিরিয়ান সিভিল ডিফেন্স পরিস্থিতিটিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, সেখানে ভবনগুলো ধসে পড়েছে এবং তার নিচে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। আলেপ্পো প্রদেশে বিপুলসংখ্যক ভবন ধসে পড়েছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এএফ/০৪