দক্ষিণ সুরমার গোটাটিকরে সিসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২০, ২০২৩
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
০৮:২৬ অপরাহ্ন



দক্ষিণ সুরমার গোটাটিকরে সিসিকের উচ্ছেদ অভিযান


সিলেট সিটি করপোরেশনের সম্প্রতি সম্প্রসারিত হওয়া এলাকায় পড়েছে দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের গোটাটিকর এলাকা। সেখানে বিসিক শিল্প এলাকার কাছে রাস্তার দুইপাশ অবৈধ দখল করে জঞ্জারে পরিণত করা হয়েছে। অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে সেখানে অভিযান চালিয়েছে সিসিক।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু করে সিসিক।

দক্ষিণ সুরমার কুশিঘাট থেকে গোটাটিকর পর্যন্ত সড়কের দুই পাশে ছোট-বড় ২০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

অভিযানের সময় মেয়র ছাড়াও সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। যে কারণে ওই এলাকায় সবসময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ নেয়নি। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’ 


এএফ/০৬