সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২৪
০১:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২৪
০৪:০৬ অপরাহ্ন
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৫ মে) প্রধানমন্ত্রীর সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট থেকে আপলোড করা এক পোস্টে বলা হয়, তাকে একাধিকবার গুলি করা হয়েছে এবং তার জীবন হুমকির মুখে।
এর আগে দেশটির সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, বুধবার বিকালে হ্যান্ডলোভা শহরে তাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়। এর মধ্যে একটি তার পেটে বিদ্ধ হয়েছে।
পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে। গুরুতর আহত প্রধানমন্ত্রীকে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নেওয়া হচ্ছে।
সংসদের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা বলেছেন, এ ঘটনার পর পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেছেন, এটি নৃশংস ও নির্মম ঘটনা।
তিনি আরও বলেন, ‘এই জটিল পরিস্থিতি মোকাবিলা করে ফিকো যেন দ্রুত সেরে ওঠে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেন, ‘এ ধরনের সহিংসতার আশ্রয় আমাদের সমাজে নেই। প্রধানমন্ত্রী ফিকো ও তার পরিবারের পাশে আছি।’
এএফ/০৮