সিলেট সদরে নৌকার তিন প্রার্থীর হার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২৩
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২৩
১১:০৬ অপরাহ্ন



সিলেট সদরে নৌকার তিন প্রার্থীর হার

মো. সফিকুর রহমান, বদরুল ইসলাম আজাদ ও দিলোয়ার হোসেন।

সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। হেরেছেন নৌকার তিন চেয়ারম্যান প্রার্থীর সবাই। এর মধ্যে খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যানপদে জয় পেয়েছেন ঘোড়া প্রতীকের বদরুল ইসলাম আজাদ। উপজেলার অন্য দুই ইউনিয়নের মধ্যে খাদিমনগর ইউনিয়নে চশমা প্রতীক দিলোয়ার হোসেন এবং টুকের বাজার ইউনিয়নে  মো. সফিকুর রহমান জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেটের সদর উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. সফিকুর রহমান ৭ হাজার ১৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের চা শ্রমিক নেতা রাজু গোয়ালা পেয়েছেন ৪ হাজার ৩১০টি ভোট। আর চশমা প্রতীকের প্রার্থী রফিক আহমদ পেয়েছেন ৮২৬টি ভোট।

খাদিমনগর ইউনিয়নের ১৩টি ভোট কেন্দ্রে চশমা প্রতীক নিয়ে মো. দিলোয়ার হোসেন মোট ১২ হাজার ৩৫০টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী নৌকার প্রার্থী ইকলাল আহমদ পেয়েছেন ১১ হাজার ৫৬০টি ভোট। 

এছাড়া খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। তার কাছে নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম পরাজিত হয়েছেন। 

এএফ/০৯