নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৩
১২:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২৩
০৬:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
নুরুল ইসলাম নৌকা প্রতীকে পান ২২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তালহা আলম কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্ব এজেন্ট ও প্রিসাইটিং কর্মকর্তার নিকট থেকে এ ফলাফল পাওয়া গেছে।
এএফ/১৫