ডলার সংকটে অনিশ্চিত এমি মার্তিনেজের ঢাকা সফর

সিলেট মিরর ডেস্ক


জুন ০৫, ২০২৩
০২:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২৩
০৬:৩৭ অপরাহ্ন



ডলার সংকটে অনিশ্চিত এমি মার্তিনেজের ঢাকা সফর

ডলার সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ঢাকা সফর। এই সফরের উদ্যোক্তা, কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, আইনগত ভাবে ডলার বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রিতা এবং নানান রকম সরকারি বাধা নিষেধের কারণে বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে মার্তিনেজের।

কৃচ্ছতা সাধন এবং সরকারের আর্থিক নীতির কারণে মার্কিন ডলার হয়ে উঠেছে দুষ্প্রাপ্য। বৈধ ব্যাংকিং চ্যানেলে ডলার দেশের বাইরে পাঠানোর দীর্ঘসূত্রিতা ও নানা রকম লাল ফিতের গেরো তো আছেই। যদিও এরই মধ্যে ভারতীয় অনেক শিল্পী বাংলাদেশে এসে কনসার্ট করে গেছেন।

এই নিয়ে জানতে চাইলে শতদ্রু বলেন, ‘ক্যাশ ডলার আমি নেব না। এই দেশের আইনে যা আছে আমি সেভাবেই এগোতে চাই। এই রকম হাই প্রোফাইল সেলিব্রেটিকে নিয়ে পরবর্তীতে কোনো কেলেংকারিতে ফেঁসে যেতে চাই না।’

জুলাই মাসের ৩ তারিখে ঢাকা আসার কথা শোনা গিয়েছিল মার্তিনেজের। সেই রাতটা ঢাকায় থেকে পরদিন যাবার কথা কলকাতায় যেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আর্জেন্টাইন গোলরক্ষকের।

ডলার সংকটের কারণে একেবারে বাতিল না করে ছোট করে হলেও কিছু একটা করতে চাইছেন শতদ্রু, ‘এখন দেখি ২০-২৫ হাজার ডলারের ভেতরে একটা গুডউইল লাঞ্চ বা এই জাতীয় কিছু করা যায় কি না। সকালে এলো, যে হোটেলে উঠল সেখানেই দুপুরে একটা লাঞ্চ এর প্রোগ্রাম, সন্ধ্যার ফ্লাইটে কলকাতা।’

তবে বাংলাদেশে যদি পা রাখেনই এমিলিও মার্তিনেজ, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাবার পলিকল্পনা আছে শতদ্রুর, ‘বাংলাদেশে আসলে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা তো করাতেই হবে, ওটা মাস্ট। চেষ্টা চলছে।’

দিন দুয়েকের ঢাকা সফর শেষে কাল সকালে কলকাতা ফিরে যাবেন শতদ্রু। জানালেন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করলেও এখনো ঠিক পোক্ত হয়নি কোন কিছুই, ‘অনেকগুলো মিটিং করেছি। কর্পোরেটগুলোর মধ্যে শুধু বিকাশ এর সঙ্গেই কথা হয়েছে। এর বাইরে এজেন্সি'র মধ্যে এশিয়াটিকের সঙ্গে কথা হয়েছে, আরো কয়েকজন মানুষের সঙ্গে কথা হয়েছে যারা বড় ইভেন্ট করেছে। তবে সবার সঙ্গেই পেমেন্ট এর ব্যপারটায় এসে আটকে যাচ্ছে। আজকে রাতেও মিটিং আছে। দেখা যাক।’

বসুন্ধরা গ্রুপের সঙ্গেও যোগাযোগ করেছিলেন শতদ্রু, তবে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠি এই ব্যপারে খুব একটা আগ্রহ দেখায়নি বলেই জানিয়েছেন এই স্পোর্টস প্রোমোটার। শেষ পর্যন্ত আর্থিক লেনদেনের ঝুঁকি থাকলে বাংলাদেশ অধ্যায়টা বাদই দিয়ে দেবেন শতদ্রু, ‘ওরকম কিছু দেখলে দুবাইতে ইভেন্ট করে সরাসরি কলকাতায় চলে আসব। ঢাকাতে আর ওকে ল্যান্ড করাব না।’

অতীতে জিনেদিন জিদান বা ডুইট ইয়র্ক, কুইন্টন ফরচুনদের মত বৈশ্বিক ফুটবল তারকারা বাংলাদেশে এসেছিলেন কোন দাতব্য সংস্থা বা বাণিজ্যিক সংস্থার আমন্ত্রণে। মার্তিনেজ নিজে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে আসতে কারণ এখানকার দর্শকদের আর্জেন্টিনা নিয়ে আবেগ। তবে শেষ পর্যন্ত আবেগ হেরে যেতে পারে অর্থের কাছে, যদি যোগাড় না হয় পর্যাপ্ত ডলার এবং সেটা পাঠানোর অনুমতি।

সূত্র : দেশ রূপান্তর